চক্রবাক

মানুষের নিঃশ্বাসে নিঃশ্বাসে আজ জটিল চক্রবাক
বিশ্বাসে বিশ্বাসে জ্বলছে মানুষ,
আমানুষের দল র্নিবাক।
কুকুরের কন্টে ওঠে আওয়াজ,
মানুষের কন্ট রুদ্ধ ।

গরম চা আর শীতল মুখে মানুষের ই চুমু।
নগ্ন দেহে চিত্র আমার মানুষ এঁকে দিয়ে
জগত জুরে কেনাবেচা চলছে নতুন হাটে।

ছিন্ন করে বুকের পাজর হায়নার অট্টহাসি
একুশ এলে ই শহীদ মিনার ফুলে ঠাসাঠাসি।
বুকের পাজর শুকিয়ে যাদের রক্ত হল মাটি
কি করে তাদের জন্ম ভুলে, তোরা মানুষ হলি ?

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !
পূর্বের ধংস হতে দেব না আমাদের সুন্দরবন
পরের বাগেরহাটে এক ভুয়া ডাক্তারের ৩ মাসের জেল, ২ জনের অর্থদন্ড, চেম্বার সিলগালা