প্রচ্ছদ / আরও... / বেলায়েত হোসেন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেলায়েত হোসেন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের বেলায়েত হোসেন ডিগ্রি কলেজর বার্ষিক ক্রিড়া প্রতিযগিতার ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মমিনুর রশিদ।

কলেজ অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ নজরুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. মো. রফিকুল ইসলাম, খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখি, অধ্যাপক খান সালেহ আহমেদ, বেলায়েত হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোজাফফার হোসেন, কলেজ উপাধ্যক্ষ মো. হাসিবুর রহমান, ইকবাল হোসেন লাবলু প্রমুখ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিযোগিতার ২৩টি ইভেন্টে বিজয়ী ৭২ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজ শিক্ষার্থীরা বিভিন্ন গান, নাচসহ পরিবেশনা উপস্থাপন করেন।

বিজ্ঞপ্তি/এসআই/বিআই/২৬ জানুয়ারি, ২০১৭

About ইনফো ডেস্ক

পূর্বের বাগেরহাটে কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত
পরের রামপালে সাংসদের নেতৃত্বে বিদ‌্যুৎকেন্দ্রের পক্ষে মানববন্ধন