প্রচ্ছদ / খবর / ভাষা সৈনিক মনছুর আহমেদ আর নেই

ভাষা সৈনিক মনছুর আহমেদ আর নেই

বাগেরহাটে বিশিষ্ট ভাষা সৈনিক ও শিক্ষক মনছুর আহমেদ আর নেই। 

শনিবার সাকাল সাড়ে ১০টায় শহরের পুরতন বাজার এলাকার লিচুতলাস্থ নিজ বাসবভনে  ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহে…….রাজেউন)।

মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ স্বজন ও গুণগ্রহী রেখে গেছেন তিনি।

শনিবর বাদ আছর তার দির্ঘ্য দিনের কর্মস্থল বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল মাঠে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে বাগেরহাট শহরের সরই করবস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবাকি সূত্র নিশ্চিত করেছেন।

১৯৫২ মহান ভাষা আন্দোলনের সময় তিনি বাগেরহাটে মিছিল সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিলেন।

২৬ এপ্রিল ২০১৪ :: নিউজরুম এডিটর,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজ ডেস্ক/বিআই

About ইনফো ডেস্ক

পূর্বের প্রচন্ড গরমে তীব্র পানি সংকট
পরের চলে গেলেন ভাষা সৈনিক মনছুর আহমেদ