প্রচ্ছদ / খবর / বাঘের আক্রমনে দুটি মহিষের মৃত্যু

বাঘের আক্রমনে দুটি মহিষের মৃত্যু

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলায় বাঘের আক্রমনে দুটি মহিষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মহিষ দু’টির মালিক বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন উত্তর রাজাপুর গ্রামের শামছের হাওলাদার।

শুক্রবার সন্ধায় স্থানীয় ইউপি মেম্বার পান্না মিয়া হাওলাদার বাগেরহাট ইনফো ডটকমকে জানান, সকালে শামছের হাওলাদারের মহিষ দুটি বনের মধ্যে ঘাষ খাচ্ছিল। তখন বাঘ মহিষ দুটিকে আক্রমন করে। ঘটনাস্থল লোকালয় থেকে কাছাকাছি হওয়ায় এলাকার লোকজন মহিষের গোঙ্গানী (ডাক) টের পান।

এসময় গ্রামবাসী লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাড়া করলে বাঘ পালিয়ে যায়। পরে তারা মহিষ দুটির ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেনে।

ধানসাগর ফরেষ্ট স্টেশনের কর্মকর্তা (এসও) আব্দুল বারিক বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বাঘের আক্রমনে মহিষ মারা যাওয়ার খবর তারা শুনেছেন। বনসংলগ্ন গ্রামের কৃষকরা লুকিয়ে তাদের মহিষ, গরু বনের মধ্যে ঘাষ খাওয়ানোর জন্য পাঠান। এটা অবৈধ।

ভবিষ্যতে বনের মধ্যে গবাদী পশু না পাঠানোর জন্য কৃষকদের প্রতি অনুরোধ জানান তিনি।

০১ আগস্ট ২০১৪ :: মহিদুল ইসলাম, উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক

পূর্বের ‘ওসি-ইউএনও আমাকে চেনে মংলা পোর্টের সবাই’ (অডিওসহ)
পরের বাগেরহাটে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০