প্রচ্ছদ / খবর / ট্রানজিট ও ট্রানশিপমেন্টের জন্য প্রস্তুত মংলা বন্দর

ট্রানজিট ও ট্রানশিপমেন্টের জন্য প্রস্তুত মংলা বন্দর

মংলা বন্দর পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শেরেস্তা।

মংলা বন্দর পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শেরেস্তা।

বুধবার দুপুরে মংলা বন্দর পরিদর্শনে আসেন তিনি।

বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শেরেস্তা বলেছেন, মংলা বন্দর ট্রানজিট ও ট্রানশিপমেন্টের জন্য পুরোপুরি প্রস্তুত, বর্তমানে স্বল্প পরিসরে হলেও ব্যাপকভাবে এ বন্দর ব্যবহারে শীঘ্রই দু’দেশের (বাংলাদেশ-নেপাল) সরকার পর্যায়ে আলোচনা সাপেক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, বিশ্বের অন্যান্য বন্দরের তুলনায় মংলা বন্দর ব্যবহারে খরচ অনেক কম। তাই প্রতিবেশী দেশগুলো ট্রানজিট হিসেবে মংলা বন্দরকে বেছে নিয়েছে।

এর আগে তিনি বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে বন্দর ভবনে বৈঠক করেন। বৈঠরে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এইচ আর ভূইয়াসহ বন্দরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About Inzamamul Haque

পূর্বের স্তব্ধ ৩ মিনিট
পরের বিবি বেগনী মসজিদ