প্রচ্ছদ / আরও... / মংলায় কীটনাশক ছাড়া সবজি চাষে বিএএসডি’র প্রশিক্ষণ

মংলায় কীটনাশক ছাড়া সবজি চাষে বিএএসডি’র প্রশিক্ষণ

কীটনাশক ছাড়াই জৈব চাষাবাদের মাধ্যমে সবজি উৎপাদনে করনীয় নিয়ে মংলায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার শহরতলীর আরাজি মাকড়ডোনের মেছেরশাহ এলাকার সফল সবজি চাষী আফরিনা জামান লিপির বাড়ীতে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পুষ্টি চাহিদা পূরণ ও আয় বৃদ্ধিসহ কৃষি উৎপাদনে করনীয় বিষয়ে এই কর্মশালার আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ এ্যাসোসিয়েশন ফর সাসটেনাবল ডেভেলপমেন্ট (বিএএসডি)।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা থেকে আগত কৃষিবিদ প্রদ্যুৎ নায়েক, বিএএসডির প্রজেক্ট ম্যানেজার এ্যাডওয়ার্ড এ মধু, টিম লিডার জোসেফ সরকারসহ সংগঠনের উপকারভোগী কর্মী, কমিউনিটি লিডার, স্বনির্ভর সমিতির প্রায় অর্ধশত নারী-পুরুষ (কৃষক)।

লবণ মাটিতে লবণ সহিঞ্চু ফসল ফলানো, সার ছাড়া জৈব প্রক্রিয়ার সবজি উৎপাদন, খাদ্য চাহিদা মিটানো ও আয় বৃদ্ধির লক্ষ্যেই দীর্ঘ প্রায় ৩ বছর ধরে সাধারণ মানুষ ও কৃষিজীবিদের নিয়ে কাজ করছে বিএএসডি।

কর্মশালার আয়োজকরা জানান, বিএএসডির প্রশিক্ষণ নিয়ে এখানাক কয়েক শ’ পরিবার বাড়ীতে কৃষি ফলিয়ে স্বাবলম্বি হয়ে উঠেছে বলে জানান।

০৩ ফেব্রুয়ারি ২০১৫ :: ফয়সাল আহমেদ, উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক

পূর্বের অবৈধ বালু উত্তোলনে বেড়িবাঁধে ফাটল: আতঙ্কিত এলাকাবাসী
পরের বাগেরহাটে হরিণের চামড়াসহ আাটক ১