প্রচ্ছদ / খবর / বাগেরহাটে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

বাগেরহাটে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) সকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট সাংষ্কৃতিক ফাউন্ডেশনে গিয়ে শেষ হয়। পরে স্বাস্থ্য বিভাগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. বাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক মোজাফফর হোসেন, ডা. প্রদীপ কুমার বকসি, ক্যাবের সভাপতি বাবুল সরদার, মীর ফজলে সাঈদ ডাবলু প্রমুখ। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।

৩১ মে ২০১৫ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হকএনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ

পূর্বের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
পরের বাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১