প্রচ্ছদ / খবর / সবার প্রিয় বাগেরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান আবুদা আর নেই

সবার প্রিয় বাগেরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান আবুদা আর নেই

বাগেরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্জ এ. এস. এম. আতাহার হোসেন আবু মিয়া (৮২) শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইলাইহে রাজেউন)।

মরহুমের ছোট ভাই আকরাম হোসেন তালিম জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারী ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। মৃত্যুকালে  স্ত্রী, ২ ছেলে  ৩ মেয়েসহ অগনিত গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

আবু মিয়া হরিণখানা গ্রামের অধিবাসী বাগেরহাটের  সমাজসেবক, রাজনিতিক, জাতীয় পরিষদের একাধিক বার নির্বাচিত সদস্য ও বাগেরহাট পৌরসভার চেয়ারম্যান  আলহাজ্ব ডা:মোজাম্ম্লে হোসেন এর বড় ছেলে। পিতার মৃত্যুর পর ১৯৮৪ সালে এ এস এম আতাহার হোসেন আবু মিয়া বিপুল ভোটে বাগেরহাট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। তার সহজ সরল স্বভাব আর নিরঅহংকার আচরণে সবার কাছে তিনি আবু দা  নামে বাগেরহাটের সর্বস্তরের জনসাধারনের প্রিয় মানুষেপরিনত হন।

একাধারে ৪ মেয়াদে ২০ বছর তিনি বাগেরহাট পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনীতিতে তিনি বিএনপির জেলা কমিটির একজন সাধারণ সদস্য হিসেবে ছিলেন। বাগেরহাট শহরের রাস্তাঘাট ও মসজিদ, মাদ্রাসা , শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি ঐতিহাসিক অবদান রয়েছে তার।

তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে বাগেরহাট শহরে। শনিবার বাদ আছর সরকারী পিসি কলেজ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

About ইনফো ডেস্ক

পূর্বের হযরত খানজাহান (রঃ) এর মাজার
পরের আপনি কি জানেন আনারস ও দুধ একসঙ্গে খেলে কি হয়?