প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ১১শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বাগেরহাটে ১১শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বাগেরহাটে ১১শ’ ৬০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (০৯ আগস্ট) বেলা ১২টায় বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বাগেরহাট ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গাজি ইকবাল বাগেরহাট ইনফো ডটকমকে জানান, ইয়াবার বড় একটি চালান বাগেরহাটে আসছে এমন সংবাদে শনিবার (৮ আগস্ট) রাতে ডিবি পুলিশর একটি দল মোল্লাহাট উপজেলার দক্ষিণ কাচনা এলকায় অভিযান চালায়। এসময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেহ তলাসী করে ১ হাজার ১শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৩২ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন, নড়াইলের নাড়াগাতি থানার বাঐসোনা গ্রামের ফজলার রহমানের ছেলে তারিকুল ইসলাম তারেক (২৭), একই থানার বল্লাহাটি গ্রামের মৃত আফজাল শেখের ছেলে এনামুল কবির (৪০) এবং কলাবাড়িয় গ্রামের মৃত আব্দুল জালিল মোল্লার ছেলে নোয়াব আলী মোল্লা (৪৭)।

গাজি ইকবাল বলেন, গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী। এই চক্রটি দীর্ঘ দিন ধরে বাগেরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক চোলাচালানের সাথে জাড়িত। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্ট চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোল্লাহাট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

০৯ আগস্ট :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ

পূর্বের ফকিরহাটে দুর্ঘটনায় প্রাণ গেল চাচা-ভাতিজার
পরের পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রীর আত্মহত্যা