প্রচ্ছদ / খবর / ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান ঈদ জামাতে মসজিদে মুসল্লিদের ঢল নামে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টায় ও ৯টায় ঈদুল আজহার দু’টি নামাজের জামাত অনুষ্ঠিত হয় এখানে।

বাগেরহাটের সর্ববৃহৎ এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দ্বিতীয় বৃহৎ ঈদের জামাতে অংশ নেয় দেশী-বিদেশী পর্যটনসহ দূর-দূরন্ত থেকে আসা প্রায় ৩০ হাজার মুসল্লি।

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রথম জামাতে ইমামতি করে হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান ও দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন।

এসময় এক কাতারে ঈদের নামাজ নামাজ আদার করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী-শিল্পপতিসহ বাগেরহাট ও পার্শবর্তি জেলা থেকে আসা সাধারণ মানুষ।

নামাজ শেষে দেশ ও জাতীয় সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া সকাল ৭ থেকে সোয়া ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন ঈদ গাহ ও মসজিদে শহরের বড় কয়েকটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

২৫ সেপ্টেম্বর :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ

পূর্বের বাগেরহাটে ঈদের প্রধান জামাত ষাটগম্বুজ মসজিদে
পরের সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়ের মাতৃ বিয়োগ