প্রচ্ছদ / খবর / মোরেলগঞ্জে স্বতন্ত্র মেয়র প্রার্থী জামিনে মুক্ত

মোরেলগঞ্জে স্বতন্ত্র মেয়র প্রার্থী জামিনে মুক্ত

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সোমনাথ দে জামিনের পর কারাগার থেকে ছাড়া পেয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. মারুফ হোসেন তার জামিন আবেদন মঞ্জুর করেন।

ঢাকার একটি গাড়ি চুরির মামলায় গেল ৭ ডিসেম্বর জামিন নিতে আদালতে গেল বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্দেহ বসত দায়ের করা ওই মামলায় জামিন লাভের পর বিকালে তিনি করা কারামুক্ত হন বলে তার আইনজীবী জানিয়েছেন।

জাতীয় পার্টি নেতা সোমনাথ দে মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে ‘মোবাইল ফোন’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মুক্তির পরে সোমনাথ দে মুঠোফোনে বলেন, ‘নর্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা আমার অধিকার। তাই মঠে থাকবো’।

২৪ ডিসেম্বর :: মশিউর মাসুম, স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ

পূর্বের সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ বাহিনী প্রধান নিহত
পরের বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার