প্রচ্ছদ / খবর / হরতালে বাগেরহাটে ট্রাকে অগ্নিসংযোগ

হরতালে বাগেরহাটে ট্রাকে অগ্নিসংযোগ

১৮ দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনে পিকেটিং এর সময় একটি সবজির ট্রাকে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে।

আজ সকালে মোরেলগঞ্জ উপজেলার বাগেরহাট- পিরোজপুর মহাসড়কের বলভদ্রপুর এলাকায় অগ্নিংসংযোগ এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ আসলে পিকেটাররা পালিয়ে যায়।

সবজিবোঝাই ট্রাকটি খুলনা থেকে পিরোজপুর যাচ্ছিল।

মহিষপুরা পুলিশ ফাঁড়ির এসআই আশরাফুল আলম জানান, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামানোর পর ২০/২৫ জন যুবক ট্রাকটি ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।

হরতালে সকাল থেকে মহাসড়ক ও আন্তঃরুটে যানবাহন চলাচল লক্ষ করা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইজিবাইক ও রিকসা চলাচল বেড়ে গেলেও তা ছিল অন্যদিনের তুলনায় অনেক কম।

About ইনফো ডেস্ক

পূর্বের শরণখোলায় পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু
পরের হরতালে ফকিরহাটে আঃলীগ নেতার গুলিবর্ষন: আহত ৫