প্রচ্ছদ / খবর / সুন্দরবন থেকে হরিণ উদ্ধার: আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ

সুন্দরবন থেকে হরিণ উদ্ধার: আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুভদিয়া ষ্টেশন এলাকা থেকে বুধবার ভোরে ফাঁদসহ ৩ টি হরিণ উদ্ধার করে বন বিভাগ। এ সময়ে হাতেনাতে ৩ চোরাকারবারীকে আটক করা হলেও বিশেষ সুবিধার বিনিময়ে ২ টি হরিণসহ আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় প্রতক্ষদর্শী বনজীবীদের মধ্যে ব্যাপোক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সুভদিয়া ষ্টেশন সংলগ্ন এলাকার একাধিক অভিযোগকারী জানান, বুধবার ভোরে ফাঁদসহ ৩ টি হরিণ এবং ৩ চোরকারবারীকে আটক করে বনবিভাগের ষ্টেশন কর্মকর্তা প্রল্লাহদ চন্দ্র রায়।
পরে বিশেষ সুবিদার বিনিময়ে ২ টি হরিণ ও ৩ চোরাকারবারীকে ছেড়ে দিয়ে একটি হরিণ ও ফাঁদ উদ্ধার করে নিয়ে আসেন তিনি।
এ ব্যাপারে সুন্দরবন পূর্ব বিভাগের বনকর্মকর্তা আমির হোসাইন জানান, একটি হরিণ ও ফাঁদ উদ্ধারের কথা তিনি অবগত হয়েছেন। তবে তিনি বাকী হরিণ উদ্ধার ও আটক সম্পর্কে কিছু জানেন না বলে জানান।

About ইনফো ডেস্ক

পূর্বের হরতালে বিএনপি কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১৮ দলের প্রতিবাদ সভা
পরের রস সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে ১জনের মৃত্যু