প্রচ্ছদ / খবর / মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা-ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা-ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা, ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট।

বুধবার (২ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় অন্যান্যের মাধ্যে বক্তব্য দেন- হিন্দু ছাত্র মহাজোট বাগেরহাট শাখার সভাপতি সুপ্রভাত হালদার, সাধারণ সম্পাদক দিলীপ বালা, মিঠুন চক্রবর্তী, তন্দ্রা রায়, পপি কুন্ডু, সাংবাদিক বাবুল সরদার প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বাঙালীর সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছরের। যুগ যুগ ধরে চলে আসা এই সম্প্রীতি কতিপয় দুষ্কৃতিকারীর কারণে বিনষ্ট হতে পারে না।

নাসিরনগরে মন্দির, প্রতিমা ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাংচুরের ঘটনা বর্তমান সরকারের সময়ে অনভিপ্রেত উল্লেখ করে নারকীয় এ ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের অবিলম্ভে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।

এইচ/এসআই/বিআই/০২ নভেম্বর, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ

পূর্বের বাগেরহাটে ১৪ কেজি পলিথিন জব্দ, জরিমানা
পরের বাগেরহাটে চারদিনব্যাপী আয়কর মেলা শুরু