প্রচ্ছদ / খবর / বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রোববার (১ জানুয়ারি) সকালে খুলনা-মংলা মহাসড়কের ফয়লা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

নিহতদের মধ্যে বাসের ড্রাইভার সেলিমও (৪০) রয়েছেন। অপর ব্যক্তির পরিচয় পাওয়া জানা যায়নি।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনের নাম জানা গেছে।

এরা হলেন-  বাগেরহাটের রামপাল উপজেলার সাথী আক্তার (১০), মংলার মীম (০৭), বাবেয়া বেগম (৩০), খুলনার দাকোপ উপজেলার নারগিছ বেগম (৩৫),  চাপাইনবাবগঞ্জের ফারুক হোসেন (৩৫), আওয়াল (৩০), বাগেরহাট সদরের সুনিল দাস (৭০) ও রুবেল (২৫)।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন জানান, সকালে খুলনা-মংলা মহাসড়কের ফয়লা বাসস্ট্যান্ড এলাকায় খুলনা থেকে মংলাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৪/১৫ জন বাসযাত্রী আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্য হয়।

দুর্ঘটনার পর পুলিশ গাড়ি দুটিকে আটক করেছে বলে জানান ওসি।

এইচ/এসআই/বিআই/০১ জানুয়ারি, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ

পূর্বের বাগেরহাট প্রেসক্লাবে আহাদ সভাপতি বাকি সম্পাদক
পরের নতুন বইয়ে উচ্ছ্বসিত শিশুরা