প্রচ্ছদ / খবর / মাদক ব্যবসায়ীর জেল, জব্দ জাটকা পেলো এতিম শিশুরা

মাদক ব্যবসায়ীর জেল, জব্দ জাটকা পেলো এতিম শিশুরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটে মাদকদ্রব্য বিক্রির দায়ে এক নারীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ মার্চ) বিকালে বাগেরহাট সদর উপজেলার মরগা মধ্যপাড়া এলাকা থেকে মোনোয়ারা বেগম (৩৫) নামে ওই নারীকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৮০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আহাদ হাওলাদারের স্ত্রী।

বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মরগা গ্রামের মধ্যপাড়ার আহাদ হাওয়াদারের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮০ গ্রাম গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য সংরক্ষন ও বিক্রির দায়ে ওই নারীকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এরআগে, একই আদালত দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বাজারে অভিযান চালিয়ে আড়াইশ’ পিস জাটকা ইলিশ জব্দ করেন। এসময় জাটকা বিক্রির দায়ে মফিজুল ইসলাম নামে এক বিক্রেতাকে দুইশ’ টাকা জরিমানা করা হয়।

পরে জব্দকৃত জাটকা ইলিশগুলো স্থানীয় তিনটি এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়।

সহকারী কমিশনার নাজিম উদ্দীন বলেন, গোপন খবর পেয়ে দুপুরে ওই বাজারে অভিযান চালানো হয়। এসময় বাজেরের মাছ বিক্রেতা কচুয়া উপজেলার বাঁধাল এলাকার মফিজুল ইসলামকে ২৫০ টি জাটকা ইলিশসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই বিক্রেতাকে দুইশ টাকার জরিমানা করা হয়।

উদ্ধারকৃত জাটকা জব্দ করে এতিম শিশুদের জন্য স্থানীয় অজিজুর রহমান নূরানী এতিমখানা, আয়েশা সিদ্দিকা এতিমখানা ও চাপড়ি এতিমখানায় ভাগ করে দেওয়া হয়েছে।

এইচ/এসআই/বিআই/১৫ মার্চ, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ

পূর্বের মা-মেয়েকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
পরের স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, বৃদ্ধের ২ বছর জেল