প্রচ্ছদ / খবর / জুয়াড়ির জেল, দশানী পার্ককে সতর্ক করলো আদালত

জুয়াড়ির জেল, দশানী পার্ককে সতর্ক করলো আদালত

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাট সদরের যাত্রাপুরে অভিযান চালিয়ে জুয়া খেলার দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত সুলতান শেখ (৬০) যাত্রাপুর ইউনিয়নের রাংদিয়া গ্রামের প্রয়াত আলাউদ্দিন শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতে বিচারক নাজিম উদ্দিন জানান, জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসাবে দুপুরে যাত্রাপুর বাজারে গেলে স্থানীয়রা পার্শবর্তি নদীর ঘাটে জুয়ার আসর বসে বলে অভিযোগ করেন। অভিযোগের সূত্র ধরে সেখানে গেলে কয়েক জন জুয়াড়ী দৌড়ে পালিয়ে যায়।

এসময় স্থানীয়দের সহযোগীতা বাজার সংলগ্ন পালিয়ে যাবার সময় সুলতান শেখ নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে একই আদালত দুপুরে বাগেরহাট শহরের দশানী এলাকায় অবস্থিত পৌরপার্কে অভিযান চালায়। এসময় আপত্তিকর অবস্থায় থাকা এক যুগলকে আটক করা হয়।

ফেসবুকে জেলা প্রশাসনের কাছে করা অভিযোগের ভিত্তিতে পার্কে অসামাজিকতা রোধে এই অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, আটক ওই যুগল ও তাঁর পরিবারকে বিষয়টি অবহিত করে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এসময় পার্কের মাঝে তৈরি করা ছোট ছোট ঘর দ্রুত সময়ের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এইচ/এসআই/বিআই/২০ মার্চ, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ

পূর্বের দুস্থ ভাতার টাকায় ভাগ নিলেন চেয়ারম্যান, অত:পর …
পরের বাগেরহাটে দুর্নীতিবিরোধী সাইকেল শোভাযাত্রা