প্রচ্ছদ / খবর / খালে আটকে দেয়া বাঁধ সরাতে অভিযান

খালে আটকে দেয়া বাঁধ সরাতে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাট সদরে খানপুর ইউনিয়নের রনজিৎপুর ও হাকিমপুর গ্রাম। যার মাঝ দিয়ে প্রবাহিত দুটি খাল দীর্ঘদিন ধরে আটকে মাছ চাষ করছিল স্থানীয় একটি প্রভাবশালী মহল। তারা অবৈধভাবে খালের বিভিন্ন স্থানে বেশ কিছু বাঁধও তৈরি করে। এতে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে সরকারি খাল দুটি শুকিয়ে যাচ্ছিল। বর্ষার সময়ে সৃষ্টি হতো জলাবদ্ধতা।

বিষয়টি নিয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে রনজিৎপুর গ্রামের কুরিখালী ও হাকিমপুর গ্রামের কাটাখালী খাল দখলমুক্ত করতে অবৈধ বাঁধ উচ্ছেদ শুরু করেছে প্রশাসন।

খাল দুটিতে জোয়ার-ভাটার সাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে মঙ্গলবার (৬ জুন) বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল হাফিজের নেতৃত্বে অন্তত ১০ টি স্থানের বাঁধ অপসারণ করা হয়েছে।

ইউএনও বলেন, ‘কিছু মানুষের ব্যক্তি স্বার্থের কারণে খাল দুটি মরতে বসেছিল। আমরা খাল দুটির পানির প্রবাহ স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে এর উপর দেওয়া সব অবৈধ বাঁধ অপসারণ শুরু করেছি। সবগুলো বাঁধ অপসারণ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।’

বাগেরহাট সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কবির হোসেন, খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের উপস্থিতিতে স্থানীয় অনেক সাধারণ মানুষও বাঁধ অপসারণে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন অংশ নেন।

এইচ//এসআই/বিআই/৬ জুন, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ

পূর্বের জাল সিলসহ জালিয়াত চক্রের সদস্য গ্রেপ্তার
পরের ফুটপাত দখল : মংলায় ১০ প্রতিষ্ঠানের জরিমানা