প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / কচুয়ায় দুই সার বিক্রেতাকে অর্থদণ্ড

কচুয়ায় দুই সার বিক্রেতাকে অর্থদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাজারমূল্যের অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে বাগেরহাটের কচুয়ায় দুই সার বিক্রেতাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে কৃষি বিপনন অধিদপ্তর।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে কচুয়া উপজেলা সদর ও গজালিয়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন কৃষি বিপনন অধিদপ্তরের বাজার কর্মকর্তা মোঃ সুজাত হোসেন।

তিনি বলেন, ডিএপি (ডাইএ্যামোনিয়াম ফসফেট) সারের সরকার নির্ধারণ বাজার মূল্য ২৫ টাকা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যে সার বিক্রি না করে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছিলো বলে কৃষকদের অভিযোগের ভিত্তিতে সোমবার অভিযান চালানো হয়। এসময়ে কচুয়া উপজেলা সদর বাজারের মেসার্স দত্ত ব্রাদার্স ও গজালিয়া বাজারের উর্মি এন্টারপ্রাইজ কেজি প্রতি ৫ টাকা বেশিতে ৩০ টাকা করে ওই স্যার বিক্রি হচ্ছিলো।

নির্ধারণ মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায়ে মেসার্স দত্ত ব্রাদার্সেরর মালিক বিমল দত্তকে ২৫ হাজার এবং উর্মি এন্টারপ্রাইজের মালিক মেহেদী হাসানকে ২৫ হাজার টাকা  অর্থদণ্ড করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষন অদিদপ্তর বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক শাহিনুর আলম উপস্থিত ছিলেন।

এইচ//এসআই/বিআই/২৩ অক্টোবর, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ

পূর্বের চার দাবিতে বাগেরহাটে বিসিএস শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন
পরের বাসের ধাক্কায় নসিমন যাত্রী নিহত, আহত ৪