প্রচ্ছদ / খবর / অবৈধভাবে বালু তোলায় জরিমানা

অবৈধভাবে বালু তোলায় জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাট সদরের একটি খাল থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে বাগেরহাট সদরের গোটাপাড়া ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল হাফিজ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ড প্রাপ্ত শের আলী হাওলাদার গোটাপাড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার প্রয়াত ইসমাইল হাওলাদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও নূরুল হাফিক বলেন, গোটাপাড়া ইউনিয়নের কান্দাপাড়া এলাকার কান্দাপাড়া খালে ড্রেজার বসিয়ে বালু উত্তলন করছিলেন ওই ব্যক্তি। নিষেধাজ্ঞা সত্বেও আইন অমান্য করে অবৈধভাবে বালু তোলার দায়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে সরকারি আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু তোলার দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জরিমানার অর্থ পরিশোধ না করায় বিকালে শের আলীকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এইচ//এসআই/বিআই/২৮ নভেম্বর, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ

পূর্বের বাগেরহাটে গ্রাম আদালতে ৩১৫ মামলা নিষ্পত্তি
পরের ইউপি চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা