প্রচ্ছদ / খবর / সুন্দরবনে থেকে ফেলে যাওয়া ২টি অস্ত্র উদ্ধার

সুন্দরবনে থেকে ফেলে যাওয়া ২টি অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মিরগামারি খাল সংলগ্ন বনের ভেতর থেকে দুটি একনলা দেশি বন্দুক উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার সকালে মোংলাস্থ কোষ্টগার্ড পশ্চিম জোনের অভিযানে দস্যুরা ওই অস্ত্র দুটি ফেলে পালিয়ে যায়। পরে বনের ভেতর তল্লাশি করে ওই অস্ত্র উদ্ধার করে তারা। তবে এসময় কাউকেই আটক করতে পারেনি তারা।

কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. আবদুল্লাহ আল মাহমুদ বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর মিরগামারি খাল সংলগ্ন বনে অভিযান চালানো হয়। এ সময় দস্যুরা তাদের উপস্থিতি টের পেরে অস্ত্র ফেলে বনের গহীনে পালিয়ে যায়।

পরে সেখানে তল্লাশি করে ২টি দেশি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র দুটি বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এইচ//এসআই/বিআই/২৯ মে ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ

পূর্বের পাঞ্জাবি-টুপি পরায় চাকরি গেল বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধির
পরের দ্বিখন্ডিত করে তোলা হলো সুন্দরবনে ডুবে যাওয়া জাহাজটি