প্রচ্ছদ / খবর / অবৈধ ডিস ব্যবসার অভিযোগে লাখ টাকা জরিমানা

অবৈধ ডিস ব্যবসার অভিযোগে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

অনুমোদন ছাড়া কেবল টিভি নেটওয়ার্ক পরিচালনা ও নিয়ম বহির্ভূতভাবে ব্যবসার অভিযোগে বাগেরহাটের ফকিরহাট ও রামপাল উপজেলায় দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুহাম্মদ শাহরিযার মুক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ফকিরহাটের ‘নিউ ভিশন খুলনা’র কন্ট্রোল রুম সীলগালা করে দেয় আদালত।

নির্বাহী হাকিম শাহরিযার মুক্তার বলেন, রামপালে পলাশ নামের এক ব্যক্তি লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ডিস ব্যবসা করছিলেন। অন্যদিকে ফকিরহাটে ‘নিউ ভিশন খুলনা’ নামে লাইসেন্স নিলেও ‘খুলনা ভিশনের’ নেটওয়ার্কের মাধ্যমে কেবল টিভি পরিচালনা করছিল তারা।

নিয়ম বহির্ভূতভাবে ডিস ব্যবসার দায়ে তাদের কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ অনুসারে ৫০ হাজার টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ফকিরহাটের নিউ ভিশন খুলনার কন্ট্রোল রুম সীলগালা করা হয়।

এইচ//এসআই/বিআই/০৫ জুলাই, ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ

পূর্বের শরণখোলার নদীগর্ভে বাঁধ, লোকালয়ে আতঙ্ক
পরের দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক নেই