প্রচ্ছদ / খবর / নিখোঁজের দু’দিন পর খাল থেকে দিনমজুরের লাশ উদ্ধার

নিখোঁজের দু’দিন পর খাল থেকে দিনমজুরের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাট সদর উপজেলার একটি খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের দু’দিন পর বুধবার (১৮ জুলাই) রাতে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রূপের খাল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির নাম শেখ আরিফুল (৩০)। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তাঁর বাড়ি বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের খেগড়াঘাট গ্রামে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পুলিশ বলছে, আরিফুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।

আরিফুলের মা হালিমা বেগম বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, ‘গত সোমবার রাতে খাবার খেয়ে আমার ছেলে ঘুমাতে যায়। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ওর পরিচিত একজন বাড়িতে এসে ওরে ডাক দেন। এরপর ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায় সে। সারা রাতে আর বাড়ি ফেরেনি। পরে সকাল থেকে খুঁজতে থাকি আমরা। কোথাও সন্ধান পাওয়া যায়নি। আজ (বৃহস্পতিবার) সকালে হাসপাতালে এসে আমার বাজানের লাশ পাইছি।’

‘কেডা আমার বাজানরে মাইরে ফেলালো? ওরা কেন আমার বাজানরে মাইরে ফেলালো?’ বলতে বলতে হাসপাতালের মর্গের কাছে দাড়িয়ে বিলাপ করতে থাকেন হালিমা বেগম।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বলেন, স্থানীয় লোকজন গতকাল রাতে ষাটগম্বুজ ইউনিয়নের রূপের খালে এক ব্যক্তির লাশ ভাসতে দেখতে পুলিশে খবর দেন। পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। সকালে আরিফুলের পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন।

ওসি জানান, নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের কোপ ও আঘাতের চিহ্ন আছে। অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যার পর লাশ খালে ভাসিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এজি//এসআই/বিআই/১৯ জুলাই ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ

পূর্বের ধর্ষণ ও হত্যার দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড
পরের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, বাস যাত্রীর মৃত্যু