প্রচ্ছদ / খবর / মহাসড়কে নামাজের কাপড় নিয়ে হেফাজতে ইসলামের পিকেটিং, যান চলাচল বন্ধ

মহাসড়কে নামাজের কাপড় নিয়ে হেফাজতে ইসলামের পিকেটিং, যান চলাচল বন্ধ

হেফাজতে ইসলামের ডাকা হরতালে বাগেরহাটের চুলকাঠি বাজার ও ফকিরহাটের কাঠালতলা নামকস্থানে নেতা কর্মীরা নামাজের কাপড় বিছিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে পিকেটিং করে।

এছাড়া সকাল থেকে কাটাখালী এলাকায় রাস্তার উপর অবস্থান নিয়ে হরতাল পালন করছে হেফাজত নেতা-কর্মীরা।

এতে খুলনা-মংলা ও খুলনা-মাওয়া, বাগেরহাট মহাসড়কে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারেনি। এ সময়ে ঢাকা থেকে আসা বিভিন্ন পরিবহনের গাড়ী আটকা পড়ে। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফলতিতা এলাকায়।

এছাড়া, বাগেরহাটের বিভিন্ন উপজেলায় মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। এদিন বাগেরহাট শহরের অধিকাংশ দোকান পাঠ বন্ধ ছিল।

তবে হরতালকে কেন্দ্র করে জেলার কোথাও বড় ধরনের কোন সহিংসতার খবর পাওয়া যায় নি।

About ইনফো ডেস্ক

পূর্বের কাঁকড়া চাষে ভাগ্য বদল নাছিমার
পরের বাগেরহাটে অস্ত্র ও অস্ত্র তৈরীর উপকরণসহ ৩ জন গ্রেপ্তার