প্রচ্ছদ / খবর / বাইকের ধাক্কায় আদিবাসী নারীর মৃত্যু

বাইকের ধাক্কায় আদিবাসী নারীর মৃত্যু

শহর প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটে বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় মোটর বাইকের ধাক্কায় স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের রসুলপুর গ্রামের ওই দুর্ঘটনা ঘটে। এসময় আহন হয়েছেন মোটর বাইকের দুই আরোহীও।

নিহত ওই নারীর নাম অনিতা বাগদী (৬০)। তিনি রসুলপুর গ্রামের রনজিত ঘোষের স্ত্রী।

দুর্ঘটনায় আহত মোটর বাইকের দুই আরোহীকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসাপতালে ভর্তি করা হয়। তবে পুলিশ তাদের নাম পরিচয় জানাতে পারেনি।

স্থানীয়দের বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দীন বলেন, সোমবার রাত ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। রসুলপুর গ্রামের আদিবাসী সম্প্রদায়ের নারী আনিতা বাগদী বাড়ির সামনের রাস্তার রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটর বাইক তাঁকে ধাক্কায় দেয়। এতে বাইকের দুই আরোহী এবং ওই নারী গরুতর আহন হয়।

‘স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা অনিতা বাগদীকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।’

এজি/আইএইচ/বিআই/১০ ডিসেম্বর, ২০১৯

About বাগেরহাট ইনফো নিউজ

পূর্বের মোজাম্মেল-কামরুজ্জামান আবারও সভাপতি-সম্পাদক
পরের সড়কে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ছাত্রলীগ নেত্রী নিহত