প্রচ্ছদ / খবর / জমির বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে যুবক নিহত

জমির বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে যুবক নিহত

উপজেলা প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের মোল্লাহাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরআগে মঙ্গলবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউনিয়নের কামারগ্রামে নূর আমিন খাঁ (৩৫) নামে ওই যুবকের উপর হামলা করে প্রতিবেশিরা। নিহত নূর আমিন কামার গ্রামের প্রয়াত লোকমান খাঁর ছেলে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশে বিরোধপূর্ণ পুকুরের জমিতে ভেড়ি (আইল বাঁধাই) দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশিদের সাথে নূর আমিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে নূর আমিনকে দা দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা। এতে তিনি গুরুতর আহত হন।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, জমি নিয়ে বিরোধ গুরতর আহত ওই ব্যক্তি বুধবার সকালে চিকিৎসাধিক অবস্থায় খুলনায় মরার গেছেন। সেখানে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এসআই/আইএইচ/বিআই/২২ এপ্রিল, ২০২০

About বাগেরহাট ইনফো নিউজ

পূর্বের বাগেরহাটে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
পরের বাগেরহাট করোনামুক্ত, শনাক্ত একমাত্র করোনা রোগী সুস্থ