প্রচ্ছদ / খবর / খুলনা-মংলা মহাসড়কে আবারও দুর্ঘটনা; ১ শিশু নিহত

খুলনা-মংলা মহাসড়কে আবারও দুর্ঘটনা; ১ শিশু নিহত

এক দিনের মাথায় খুলনা-মংলা মহাসড়কে আবারও সড়ক দুর্ঘটনা।

ঘটনাটি ঘটেছে খুলনা-মংলা মহাসড়কের সোনাতুনিয়া স্ট্যান্ড এলাকায়।

বুধবার বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষের স্থান হতে মাত্র ৪০০ মিটার দুরে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০ টায় ফকিরহাটের  ভবনা নবাবপুর গ্রামের মরশেদের পূত্র শিহাব (১০) তার মা রেশমা বেগমের  সাথে খুলনা-মংলা মহাসড়কের সোনাতুনিয়া স্ট্যান্ড পার হচ্ছিল।

এ সময় খুলনা গামী সেতু এন্টারপ্রাইজ নামের একটি ট্রাক (ফেনি ট- ০৫-০০৩২) শিহাবকে বাম্পারে বাধিয়ে ১০/১২ কিঃমিঃ দুরে টানতে টানতে কাটাখালীতে পৌছালে জনতা ট্রাকটিকে আটক করে।

স্থানীয় লোকজন শিহাবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকাল ৪ টার সময় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। ড্রাইভার মাহাবুব (৩৮) পুলিশ হেফাজতে রয়েছে।

শিহাবের পরিবার জানায়, শিহাব তার মার সাথে দুর সম্পর্কের নানীর মৃত্যুর খবর পেয়ে সোনাতুনিয়ায় যাচ্ছিল। রাস্তা পার হতেই এ দুর্ঘটনা।

শিহাবের দুর্ঘটনায় তার মা রেশমা বেগম, বাবা মরশেদ, নানী মর্জিনার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই সোনাতুনিয়া বাস স্ট্যান্ডে ক্ষিপ্ত জনগণ সড়ক অবরোধ করে।

৩০-০৫-২০১৩ :: মিজানুর রহমান,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক

পূর্বের ফকিরহাট উপজেলা আঃলীগের ৫ দিনের আল্টিমেটাম
পরের ডুবে আছে মোরেলগঞ্জ; কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি