প্রচ্ছদ / খবর / শরণখোলায় প্রেসক্লাব ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা; আটক ২

শরণখোলায় প্রেসক্লাব ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা; আটক ২

বাগেরহাটের শরণখোলায় প্রেসক্লাব ও পুলিশের ওপর হামলার অভিযোগ তুলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭১ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

শরণখোলা থানার এএসআই নিয়াজ ও দৈনিক লোকসমাজ পত্রিকার স্থানীয় প্রতিনিধি নজরুল ইসলাম বাদী হয়ে বুধবার পৃথক এ মামলা দুটি দায়ের করেন।

এদিকে, এ ঘটনায় ছাত্রলীগ নেতা রাজ্জাক ফকির ও রিয়াদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রেসক্লাবের পক্ষে দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ রুমি, যুবলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, ছাত্রলীগ সভাপতি আলম, সাধারণ সম্পাদক সুমনসহ ৪১ নেতাকর্মীকে আমাসী করা হয়।

অপরদিকে, পুলিশের ওপর হামলা দেখিয়ে আরো ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছে শরণখোলা থানা পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামীরা লাঠিসোটা নিয়ে গতকাল রাতে প্রেসক্লাবে হামলা চালায়। এসময় বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে।এতে পুলিশের তিন সদস্য আহত হন। একপর্যায় পুলিশ বাধ্য হয়ে রাবার বুলেট ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাগেরহাট ইনফোকে জানান, মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

১২-০৬-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক

পূর্বের শরনখোলা-মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নির্মান কাজ বন্ধ
পরের বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ৩ নম্বর সতর্ক সংকেত