প্রচ্ছদ / খবর / বাগেরহাট স্টেডিয়ামের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাগেরহাট স্টেডিয়ামের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থাধীন প্রায় সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামের সম্প্রসারিত নির্মান কাজের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
বুধবার সকালে এই কাজের উদ্বোধন করেন। পরে মন্ত্রী যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাগেরহাট যুব প্রশিক্ষণ কেন্দ্রের সম্প্রসারিত ভবনের কাজের উদ্বোধন করেন।
এ সময়ে মন্ত্রীর সাথে ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট সদর (বাগেরহাট -২ ) আসনের সংসদ সদস্য মীর শাওকাত আলী বাদশা এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব নুর মোহাম্মদ, জেলা প্রশাসক মূঃ শুকুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ হাবিবুল্লাহ খান প্রমুখ।
এ সময়ে মন্ত্রী বলেন, সকল উন্নয়ন কাজ সুষ্ঠু যথাযথ নিয়মে সম্পন্ন করতে হবে। কোন ধরনের ফাঁকিবাজী চলবে না। যদি এধরণের ফাঁকি বাজী হয় তা হলে সংশ্লিষ্ঠ ঠিকাদারী প্রতিষ্ঠানের ওয়ার্ক পারমিন বাতিল করা হবে।
পরে শ্রীকৃষ্ণের জন্মাদিন উপলক্ষ্যে জম্মাআষ্টমি র‌্যালীতে আংশগ্রহন করেন মন্ত্রী।

২৮ আগষ্ট ২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম

About ইনফো ডেস্ক

পূর্বের বাগেরহাটে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত
পরের বিশেষ পোশাক ব্যবহার করছে সুন্দরবনের দস্যুরা