প্রচ্ছদ / খবর / সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

সাম্প্রতি পাবনার সাথিয়া ও লালমনিরহাটে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, অগ্নিসংযোগ ও নিযাতনের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টায় শহরের সাধনার মোড়ে জেলা হিন্দু বৌধ খিষ্টান ঐক্য পরিষদ, পূজা পরিষদ ও ছাত্র-যুব ঐক্য পরিষদের উদ্দগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যড. মিলন কুমার ব্যনার্জীর সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন বাবু অমিত কুমার রায়, বাবু পিযুষ কান্তি মন্ডল, বাবু অনিমেশ দাস, বাবু মিরন কান্তি পাল, বাসুদেব কুমার দে, সরদার ওমর ফারুক প্রমূখ।

এসময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এবং ধর্মীয় উপাসনালয়ে সংঘটিত বর্বরোচিত হামলা, অগ্নিসংযোগ ও নির্যাতনের ঘটনায় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানা।

০৯ নভেম্বর ২০১৩ :: এস.এস শোহান; বাগেরহাট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক

পূর্বের মোড়েলগঞ্জে জেডিসি পরীক্ষায় শিক্ষক বরখাস্ত
পরের বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী