প্রচ্ছদ / খবর / বাগেরহাটে অর্ধদিবস হরতাল পালিত

বাগেরহাটে অর্ধদিবস হরতাল পালিত

হরতালে যান শুন্য নগরী

বাগেরহাট পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতার উপর হামলাকারীদের গ্রেফতার ও মডেল থানার ওসি মিজানুর রহমাননের অপসারণ দাবিতে বাগেরহাট পৌর এলাকায় অর্ধবেলা হরতাল পালিত হয়েছে। শনিবার বাগেরহাট পৌর সভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা সরদার শামিম আহসানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ সোমবার পৌরসভায় হরতাল পালন করছে পৌর পরিষদ।

সকাল ৬ টা থেকে দুপুর ১২ পর্যন্ত বাগেরহাট পৌর এলাকায় হরতাল চলাকালে শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ বন্ধ ছিল, সরকারি-বেসরকারি কার্যালয় খোলা থাকলেও লোকজন ছিল কম। শহর থেকে দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি। চলেনি অভ্যন্তরীণ সড়কের যানবাহনও।

সকাল ৬ টা থেকে দুপুর ১২ পর্যন্ত বাগেরহাট পৌর এলাকায় অর্ধদিবস হরতাল পালিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকেটররা সোমবার ভোর থেকে বাগেরহাট-খুলনা-বরিশাল সড়কে দূরপাল্লার বাসগুলো আটকে দেয়। সকাল সাড়ে নয়টার দিকে নেতাদের নির্দেশে বিআরটিসিসহ আটকে পড়া দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো ছেড়ে দেয়া হয়।

শহরের কোথাও পুলিশি টহল ছিল না।

এদিকে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান হাবিবুর রহমান হরতাল সফল করায় শহরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

যদি সদর মডেল থানার ওসিকে অপসারণ এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হয় তাহলে মঙ্গলবার থেকে পৌর এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ এবং ময়লা অপসারণ বন্ধ করে দেয়ার হুমকি দেন তিনি।

বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ হরতাল হয়েছে। কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি।

About ইনফো ডেস্ক

পূর্বের শরণখোলার ধর্ষিত স্কুলছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ
পরের এবার কলমেই অভিধান !