স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মংলায় বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের পুরাতন একটি বার্জ পরিদর্শনে এসে গ্যাসের তেজষক্রিয়ায় এক চীনা নাগরিকসহ দু’জন নিহত হয়েছেন।
রোববার (৭ আগস্ট) দুপুরে মংলা উপজেলার মেঘনা সিমেন্ট মিলসের ঘাটে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চীনা নাগরিক জাং (৫০) ও বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট মিলসের টেকনিশিয়ান মাসুদ শেখ (৪২)।
এসময় তাদের উদ্ধার করতে গিয়ে আরও দু’জন আহত হয়েছেন।
মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুর এলাহী বাগেরহাট ইনফো ডটকমকে জানান, চীনা নাগরিক জাং নির্মানাধীন পদ্মাসেতুর কাজে এদেশে আসেন। তিনি নদী শাসনের কাজে নিয়োজিত ছিলেন।
মেঘনা সিমেন্ট মিলসের ব্যবস্থাপক (প্রশাসন) গোলাম মোর্তুজা বলেন, সম্প্রতি চিনা নাগরিক জাং মেঘনা সিমেন্ট মিলসের পুরাতন একটি বার্জ নিলামে কেনেন। রোববার দুপুরে তিনি তা দেখতে মংলার মেঘনা সিমেন্ট কারখানায় আসেন।
বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
আহত মেঘনা সিমেন্ট মিলসের কর্মচারী সাঈদুর রহমান ও বেলাল হোসেনকে মংলা বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত মাসুদ শেখ বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের মজিদ শেখের ছেলে।
গোলাম মোর্তুজা বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, চীনা নাগরিক জাং দুপুরে আমাদের তিন কর্মচারীকে নিয়ে বার্জটি দেখতে কারখানার ঘাটে যান। সেখানে সঙ্গীদের বাইরে রেখে তিনি বার্জের ঢাকনা খুলে ভেতরে প্রবেশ করেন।
‘বেশকিছুক্ষণ হয়ে যাওয়ার পর তিনি ফিরে না আসায় তার সঙ্গে থাকা মাসুদ নামে এক কর্মচারিরা চিনা নাগরিককে খুঁজতে বার্জের ভেতরে ঢোকেন। মাসুদও ফিরে না আসায় বার্জের বাইরে থাকা সাঈদ ও বেলাল উদ্বিগ্ন হয়ে কারখানার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারি দল নিয়ে বার্জের ভেতরে গিয়ে তাদের উদ্ধার করে বন্দর হাসপাতালে নিয়ে যান।’
সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চীনা নাগরিক জাং ও মাসুদকে মৃত ঘোষণা করেন।
মংলা বন্দর হাসপাতালের চিকিৎসক প্রকাশ মন্ডল বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। বার্জের ঢাকনা দীর্ঘদিন বন্ধ থাকায় ভেতরে এক ধরনের গ্যাসের সৃষ্টি হয়েছে। ওই গ্যাসে অক্সিজেন ফেল করে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে তাদের মৃত্যুর সঠিক কারন জানতে ময়না তদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।
এসআই মনজুর এলাহী বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এজি/এসআই/বিআই/০৭ আগস্ট, ২০১৬
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More