প্রচ্ছদ / খবর / মোংলায় গ্রেপ্তার বিএনপি নেতার বাসা থেকে পিস্তল উদ্ধার

মোংলায় গ্রেপ্তার বিএনপি নেতার বাসা থেকে পিস্তল উদ্ধার

চট্টগ্রামের মামলায় গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র পুলিশের খোয়া যাওয়া পিস্তল বলে দাবি

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের মোংলা থেকে কামাল হাওলাদার (৪৫) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে বুধবার (২৭ আগস্ট) দুপুরে তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে গ্রেপ্তার করে ।

পরে মোংলা শহরের মালগাজী এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭.৬২ মডেলের একটি চায়না পিস্তল উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত এবং এটি গেল বছর আগস্টে থানায় হামলার সময় খোয়া যাওয়া অস্ত্র বলে জানিয়েছে ডিবি।

গ্রেপ্তার কামাল হাওলাদার মোংলা উপজেলার মালগাজী গ্রামের বাসিন্দা।

সম্প্রতি অনুষ্ঠিত মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়ন বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে ছিলেন তিনি। তবে ওই নির্বাচনে কামাল পরাজিত হন।

তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় মামলা রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।

তিনি জানান, চট্টগ্রামের একটি মামলার ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মোংলায় অভিযান চালিয়ে কামাল হাওলাদারকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধার করা অস্ত্র চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানকার থানায় হস্তান্তরের করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



About Inzamamul Haque

Exit mobile version