পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি, মোরেলগঞ্জ সদর, পৌরসভা প্রতিদিন প্রায়ায় দু’বার প্লাবিত হচ্ছে জোয়ারে।
পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানির আস্বাভাবিক বৃদ্ধি ফলে ১৫/২০টি গ্রামসহ বেশ কিছু নিম্নাঞ্চল, পুকুর, কৃষি ক্ষেত ভেসে গেছে গত দু’দিনের জোয়ারে। জোয়ারে পানিতে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী অফিস, এলাকার রাস্তাঘাট সবই প্রায় ৬ ঘন্টা তলিয়ে থাকেছে প্রতি দিন দু’দফায়।
শহর রক্ষা বাঁধ না থাকায় এবং এ এলাকার খাল বিলগুলো অপরিকল্পিতভাবে বন্ধ করে রাখায় পানগুছি নদীর তীরবর্তী উপকূলীয় এ উপজেলার মূল শহরের উপর দিয়ে বইছে পানির প্রবাহ।
ফলে মোরেলগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র মোরেলগঞ্জ সদর বাজারের কয়েক হাজার ব্যাবসায়ীকে জোয়ার ভাটার সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে এবং ব্যাহত হচ্ছে সর্ব সাধারণের স্বাভাবিক জীবন যাত্রা।
ড্রেনের ময়লা আবর্জনাও জোয়ারের পানির সাথে মিশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে গোটা শহর জুড়ে।
তবে এই মুহুর্তে প্রাকৃতিক কোন দূর্যোগ বা জলোচ্ছাসের ঘটনা না ঘটলে এ এলাকার মৎস্য ঘের সমূহের তেমন কোন ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা।
২৫-০৫-২০১৩ :: মশিউর রহমান মাসুম,
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More