প্রচ্ছদ / খবর / এক দশক পর ছাত্রলীগের সম্মেলন ২৩ মে

এক দশক পর ছাত্রলীগের সম্মেলন ২৩ মে

প্রায় এক দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাগেরহাট জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন।আগামী ২৩ মে নির্ধারণ করা হয়েছে সম্মেলনের দিন । 

সম্মেলনকে সফল করতে শুক্রবার (৬ মে) শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এক বর্ধিত সভা আহ্বান করেছে ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন ও সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস স্বাক্ষরিত এক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

জান গেছে, বর্ধিত সভা থেকে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হবে।

এদিকে, সম্মেলনকে ঘিরে ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীদেরা মাঝে দারুণ উদ্দিপনার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে নতুন নের্তৃত্ব পেতে আগ্রহীরা দৌড় ঝাঁপ শুরু করেছেন।

তবে জেলা কমিটিতে কারা হচ্ছে আগামী দিনের কান্ডারী তা জানতে আগামী ২৩ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বর্তমান কমিটির নেতৃবৃন্দ।

বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস জানান, গত প্রায় ৩ মাস ধরে জেলা ছাত্রলীগ সুসংগঠিত করতে ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা শাখার সম্মেলন করা হয়েছে। নতুন কমিটি গঠন করতে আগামী ২৩ মে বার্ষিক সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছে।

সম্মেলন সফলের লক্ষে শুক্রবার (৬ মে) সংগঠনের বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নের্তৃবৃন্দসহ জেলার সকল ইউনিটের নেতারা উপস্থিত থাকবেন।

জেলা ছাত্রলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন বলেন, বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট ক্ষমতায় থাকা থাকাকালীন ২০০৪ সালে জেলা ছাত্রলীগের হাল ধরেছিলাম। সে সময়ও বাগেরহাট জেলা ছাত্রলীগ রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। নেক নেতা-কর্মীই হামলা-মামলার শিকার হয়েছেন।

তাই আগামী দিনে দলের প্রয়োজনে সংগঠনকে আরো সুগঠিত ও শক্তিশালী করতে পারে এমন নের্তৃত্ব নির্বাচনে সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

০৭ মে ২০১৫ :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এজি/আই হকএনআর এ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ

পূর্বের সুন্দরবনে নৌকা থেকে জেলেকে নিয়ে গেল কুমির
পরের ভিজিডি’র চালসহ ইউপি সদস্য আটক !