প্রচ্ছদ / খবর / ফকিরহাটে ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় দুই আওয়ামী নেতা বহিষ্কার

ফকিরহাটে ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় দুই আওয়ামী নেতা বহিষ্কার

বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার নেয়ামত হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিন্ধান্ত থেকে তাদের বহিষ্কার করা হয়। নেয়ামত সরদারকে একই সঙ্গে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও সাময়িক বহিষ্কার করা হয়।

গত ১৮ মে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান খাঁন জাহিদ হাসান হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্তের তালিকায় উপজেলা আওয়ামী লীগের এই দুই নেতার নাম আসায় তাদের বহিষ্কার করা হয় বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক জনাব কামরুজ্জামান টুকু বাগেরহাট ইনফোর কাছে তাদের এ সাময়িক বহিষ্কারের কথা স্বীকার করেছেন।

২৭-০৫-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক

পূর্বের শরণখোলায় ছাত্রলীগের হামলায় ইউপি সদস্য আহত
পরের আবারও খানজাহান আলী বিমান বন্দর নির্মাণ প্রক্রিয়া শুরু প্রত্যাশা

2 মন্তব্য

  1. আমার কাছে বিষয়টা খুব একটা আশ্চার্যকর মনে হয় নাই কারন সবকিছুরই একটা শেষ আছে

    • Inzamamul Haque

      আপনার মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ