সিঙ্গাইর মসজিদ

ইনজামামুল হক । বাগেরহাট ইনফো ডটকম

সিঙ্গাইর মসজিদ, বাগেরহাট  SINGAIR MOSQUE, Bagerhat.

সিঙ্গাইর মসজিদ একটি মধ্যযুগীয় ঐতিহাসিক মসজিদ। ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ থেকে মাত্র ২৫ মিটার দক্ষিণ-পূর্বে খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশে সুন্দরঘোনা গ্রামে অবস্থিত এ মসজিদটি।

সিঙ্গাইর মসজিদ একগম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। বর্গাকারে নির্মিত সিঙ্গাইর মসজিদের আয়তন (১২.০৪x১২.০৪) মিটার এবং দেয়ালগুলোর পুরুত্ত গড়ে ২.১০মিটার।

সিঙ্গাইর মসজিদের একটি অলংকৃত বুরুজের শীর্ষ অংশ

প্রত্যেক কোনে বাইরের দিকে গোলাকারে বর্ধিত একটি করে সংলগ্ন বুরুজ রয়েছে।
বিশেষভাবে লক্ষ্যণীয় যে, মসজিদের চর্তুদিকে কার্ণিশ গুলো বক্রকার।

মসজিদের পূর্ব দেয়ালে ৩টি খিলান যুক্ত দরজার এবং উত্তর ও দক্ষিণের দেয়ালে রয়েছে ১টি করে খিলান দরজা। পূর্ব দেয়ালের মাঝের দরজাটির আকার অন্যগুলোর চেয়ে বড়। এ থেকে ধরা হয় এটিই ছিল মসজিদের প্রধান ফটক।

মসজিদের ভিতরে পশ্চিম দেয়ালের মাঝা-মাঝি অংশে একটি অলংকৃত মেহরাব আছে। অনুরূপ অলংকৃত পোড়া মাটির সাজ চোখে পড়ে দরজাগুলোর দু’পাশে।

অন্যান্য সাধারণ বৈশিষ্ট্য ষাটগম্বুজ মসজিদের অনুরূপ। কেবলমাত্র চার কোনে সংলগন চারটি গোলাকার বরুজ মসজিদের কার্ণিস পর্যমত্ম উঠানো।
মসজিদটির নির্মানশৈলী দেখে ধারণা করা হয় এটি পঞ্চদশ শতকে নির্মিত।

খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশ দিয়ে তোলা: সিঙ্গাইর মসজিদ

About Inzamamul Haque

পূর্বের এসএসসি দেয়া হলো না তানজিলার
পরের বাগেরহাটে জামায়াতের হরতালে ১০টি গাড়ি ভাঙচুর