প্রচ্ছদ / লেখালেখি / মুক্তবাক / শিক্ষা কি ব্যবসা !

শিক্ষা কি ব্যবসা !

শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই বর্তমানে আমাদের মত কিছু মানুষ শিক্ষাটাকে বেছে নিচ্ছি। মাস গেলে টাকা আসবে এই অভিপ্রায়ে ঘণ্টার পর ঘণ্টা দুই মলাটের মাঝের বর্ণগুলো শিখিয়ে চলছি। আসলে শিক্ষা কি দুই মলাটে আবদ্ধ কোন জিনিস?

সত্যিকারের মানুষই যদি তৈরি করতে না পারি তবে পাস করা শিক্ষা দিয়ে কি হবে?? শিক্ষা দিয়ে আয়ের পথ সুগম হলেও মানুষ না হলে তার মূল্য কোথায়???

শিক্ষা আর ব্যবসাকে আমরা আজ এক করে ফেলেছি। আগে কিন্তু এটা শোনা যায় নি যে, ছাত্র শিক্ষককে আঘাত করেছে বা লাঞ্ছিত করেছে। এ দোষ কি শুধু ঐ ছাত্রের??? অভিবাবক বা শিক্ষকের কি কোন দায় নেই???

শিক্ষা বাণিজ্য যাদের কাছে, তাদের বলি ব্যবসা করেন ঠিক আছে তবে খরিদ্দার ঠকাবেন না। অভিবাবকের কাছ থেকে টাকা নিচ্ছেন তার সন্তানকে একটু শিক্ষা দেন। শুধুমাত্র মলাটে আবদ্ধ বই থেকে নয়। মানুষ হবার শিক্ষাটাও যেন আপনার কাছ থেকে পায়। আর এ ধরণের দাবি সাধারণ মানুষেরা করতেই পারে।

আমিও নিজেকে সেই সাধারণের দলে দেখতে ভালবাসি…

স্বত্ব ও দায় লেখকের…

About Md. Suruj Khan

Exit mobile version