রাজতন্ত্রিক ভালবাসা

ক্ষুদ্রতা

ভালবাসার জমিনে এক টুকরা রাষ্ট্রের মালিক হবার কতই জল্পনা!
রাষ্ট্রযন্ত্রের তন্ত্রে তন্ত্রে থাকবে
একমাত্র আমারি রাজতন্ত্র।
কখনো আবার ব্যাপক স্বৈরাচার!
গণতন্ত্রের ছিটে ফোঁটা ছায়াও ওখানে থাকবে না।
জানি,এই মুঠোয় পৃথিবীর যুগে ওটা বড় বেমানান।
‘দাসত্ব’ আর ‘বন্ধিত্ব’ ভেবে সমস্ত স্পর্শ আড়ালে লুকায়,
শুধু রেখে যায় দুএকটা পালক
যার প্রতিটি কোষে বিষাক্ত ছোবল!
তবু নীল নয়নে…
প্রতীক্ষায় অবিরত…
অবাক শূন্য দৃষ্টি…

___ছবি: ওয়েব থেকে সংগ্রহিত.

About Pagol Kobi

Exit mobile version