নারী তোমাকে সালাম

নারী তোমাকে সালাম,
তুমি পৃথিবীর শুষ্ক বুকে এনে দাও জীবন্ত প্রান ।

নারী তোমাকে সালাম,
তুমি মার্তৃত্বের আচঁলে জরিয়ে রাখ এই জগত সংসার ।
মায়া ডোরে বেধেঁ রাখ তোমার সন্তানকে ।

নারী তোমাকে সালাম,
আমাদের দিয়েছো তোমায়, আকুলভাবে ডাকার সেই শব্দ ‘মা’ ।
যে শব্দ রফিক,সালাম,বরকত ও হাজার শহীদ,
ধুলায় লুটানোর পর ও বলেছিল বারংবার ।

নারী তোমাকে সালাম,
তোমার জন্য হাজারও সন্তান
রাজপথের কানভ্যাসে এঁকেছিল রক্তের আলপনা ।

নারী তোমাকে সালাম,
তুমি পৃথিবীর বুক প্রেম আর ভালোবাসার বাহুডোরে বেধেঁ রাখ ।
উন্নতির শিখরে তোমার পদো চিহ্ন রেখে এগিয়ে যাও দৃঢ়চিত্তে ।

*বিশ্ব নারী দিবসে সকল নারীর প্রতি রইল আমার সালাম ।আর সকল নারীর জন্য রইল আমার এই ছোট্ট উপহার, আমার স্বরোচিত একটি কবিতা ।
>Sadhin Rahman

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !
Exit mobile version