প্রচ্ছদ / লেখালেখি / শিল্প-সাহিত্য / কবিতা/ছড়া / দো’খুঁটি | স্বাধীন রহমান

দো’খুঁটি | স্বাধীন রহমান

image-foggy-day
দোষ আর ত্রুটি এই হল মোদের খুঁটি
তার উপর বাসা বেধেঁ থাকে ছলচাতুরি
সত্য তাহার কনে খালে লুকোচুরি,
মিথ্যা তারে কহে চলছো কোথা হাটিঁ?
বিশ্বাস তাহার উদম ছাউনি নাই কো কোন বাধাঁ,
ইচ্ছে মত মোদের চোখো ফেলছে শুধু ধাঁধা।
মানুষ তাহার ঘরের বেড়া, দিচ্ছে তাদের আড়াল
সেই মানুষের ঘাঁড়ে বসে করছে তাদের ঘাঁয়েল।
ভুল করে আজ সেই ঘরেতে থাকি মোরা একসাথে,
দেখতে দেখতে দেখা যাক, কি হবে তার সবশেষে।

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !
Exit mobile version