নতুন বসন্ত

নতুন বসন্ত

সুমন বিশ্বাস Boshonto

বসন্ত আজ সবার মনে
দিচ্ছে খুশির দোলা,
সবার কানে ‘কুহুকুহু’
পথিকের মন ভোলা।

গাছে গাছে নতুন পাতা
তার উপরে কোকিল,
প্রকৃতি আজ নতুন সাজে-
সজ্জিত ধরা; খাল-বিল।

বসুধার নতুন সাজ
মোহিত করে মোদের,
বসন্ত শেখায় পবিত্র হতে
উদাস হতে আমাদের।

__ছবি: ওয়েব থেকে সংগ্রহিত.

স্বত্ব ও দায় লেখকের…

About Bagerhat Info Blog

Exit mobile version