প্রচ্ছদ / লেখালেখি / মুক্তবাক / সুন্দরবন যদি না থাকে…

সুন্দরবন যদি না থাকে…

ঘূর্ণিঝড় মহাসিনের গতিপথ পরিবর্তন বা রোধ করা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু রামপাল বিদ্যুৎ কেন্দ্রের গতিপথ পরিবর্তন বা রোধ খুব সম্ভব।

ভারতের রাজ্য সরকার যে বিদ্যুৎ কেন্দ্র তার রাজ্যে হতে দেন নি, আমরা কিসের মোহে কোন ভালোবাসার টানে আমাদের দেশে তা হতে দেব। তাও আবার সুন্দরবনের পাশে!

মহাসিনরা যত শক্তি নিয়ে আসুক সুন্দরবন তা রুখে দেয়। সুন্দরবন যদি না থাকে মহাসিনের থেকে অনেক ছোট ঝড়ও আমরা রুখতে পারব না।

স্বত্ব ও দায় লেখকের…

About Mohammad Ali

Exit mobile version