প্রচ্ছদ / লেখালেখি / মুক্তবাক / আমি বাগেরহাটে থাকি…

আমি বাগেরহাটে থাকি…

আমি বাগেরহাটে থাকি। আমার পরিবার বাগেরহাট থাকে। আমার কাছের বন্ধুগুলো, আমার শ্রদ্ধেয় শিক্ষকরা বাগেরহাট থাকে।

ছবি: সংগ্রহিত(ওয়েব থেকে)

যেদিন থেকে ঘূর্ণিঝর মহাসেনের কথা মিডিয়ায় এসেছে সেদিন থেকে বাগেরহাটের রাস্তার মোড়ে মোড়ে, চায়ের দোকানে, মানুষের মুখে মুখে এক অদৃশ্য আতঙ্ক বিরাজ করছে।

আমি ২০০৭ -২০১১ সাল পর্যন্ত প্রথম আলো বন্ধুসভা বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক ছিলাম। প্রথম আলোর ত্রাণ নিয়ে সিডরের পরে দুর্যোগ আক্রান্ত মানুষের মাঝে অনেক দিন ছিলাম। তাই আমার পরিচিত মানুষদের ধারণা ঝড় বিষয়ে আমি একটু বেশি জানি।

যখন তারা জানতে চান আমি তাদের কোন আশংকার কথা বলি না, সম্ভাবনার কথা বলি।

প্রাকৃতিক ভাবে বাগেরহাটীদের মনে একটি চিরায়ত আশংকা থাকে। আমি তাদের বলি ও সব কেটে যাবে। কিন্তু আমার মনের আশংকা কাটে না।

উপকূলীয় কিছু জেলা পূর্ব প্রস্তুতি নিয়েছে। আমি জানি মহাসেনে সত্যিই আঘাত হানলে ও তেমন কিছুই করতে পারবে না। যতদিন পার্বত্য অঞ্চল মন্ত্রণালযের মতো উপকূলীয় অঞ্চল মন্ত্রনালয় না হবে, যতদিন ‘নো কম্প্রোমাইজ উইথ সুন্দরবন ‘ মনোভাব নিয়ে সরকার এগিয়ে না আসবে ততদিন আমরা আশংকামুক্ত হওয়ার স্বপ্নও দেখতে পারবো না।

স্বত্ব ও দায় লেখকের…

About Mohammad Ali

Exit mobile version