মাঝ রাতের সপ্ন

prayer
মাঝ রাত, সময়ের হাত ধরে হামাগুরি খেয়ে চলেছে এই কৃশ আধার !
আর কিছুক্ষন পর হয়ত উঠবে সেই বিষন্ন সূর্য।
তার অলোয় আলোকিত হবে মানব আত্তা, তুমি-আমি তোমার প্রতিটি লোমকুপ।
হয়তো ফজরের সেই রোদন্যধ্বনি পৌছে যাবে সদ্য ভূমিষ্ট শিশুর র্কনে
চোখে পড়বে লড়াকু সূর্যের তপ্ত কিরন, বুকে জমবে আসার মরিচীকা।
ফজরের নামাজ শেষে, কোন এক পিতার হাত মাগবে ভিক্ষা খোদার আরশে,
তার দশটি আঙ্গুল করবে এক একটি দোয়া ফরমায়েশ।
তরুন কন্ঠে শিষ দিয়ে যাবে অজনা এক পাখি
তারপর আস্তে আস্তে জেগে উঠবে মানব সত্তা
তারপর সত্য-মিথ্যার চাকায় ঘুরতে ঘুরতে পৌছে যাবে সে দিন সন্ধ্যার পূর্ব দিগন্তে।

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !
Exit mobile version