ওহে সত্য পথের যাত্রী

ওহে সত্য পথের যাত্রী
সত্য পথের সন্ধানে
ভোর হবে না এ নিশি রাত্রী,….

ইষ্টিকুটুম্বরা তোমার সত্যবাণীর
মশাল আধারে মিলায়ে দেবে
কাঁদতেও দেবেনা সুযোগ…

পাহাড় সম আধার লয়ে
দাড়ায়ে রবে পাশে তবু..
পথ চলতে দেবেনা
তাই মিথ্যাবাদী হতে না পার..
সত্যবাদিত্ব দেখাতে যেওনা

স্বত্ব ও দায় লেখকের…

About Madhobi Lata

Exit mobile version