সূচিত্রা সেন

Suchitra-Shan (1)বাংলা সিনেমার মহানায়িকা সূচিত্রা সেন গতকাল মৃত্যু বরণ করেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ এসেছে। আমার বার বার মনে হচ্ছে গতকাল ১৭ জানুয়ারী পাবনার করুণাময়দাশগুপ্তের মেয়ে রমা দাশগুপ্তা যার বিয়ে হয়ে দিবনাথ সেন একারনে তার নাম হয় রমা সেন তার মৃত্যু হয়েছে।

বাবা-মায়ের পাঁচ সন্তানের মধ্যে রমা সেন ছিলেন সবার ছোট। পাবনা শহরের দিলালপুরের বাড়িতে কেটেছে তার শৈশব ও কৈশোর। রমা দাশগুপ্তা/সেন পাবনা সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। ১৯৬০ এর দশকে পাকিস্তান-ভারত যুদ্ধের সময় পশ্চিমবঙ্গে চলে যান তারা। ১৯৫২ সালে শেষ কোথায় ছবি দিয়ে রমাদাশগুপ্তা/সেন এর সিনেমায় যাত্রা শুরু হয়। আর জন্ম নেন মহানায়িকা সূচিত্রা সেন। ১৯৭৮ সালের ২৫ জানুয়ারী অবসরের মাধ্যমে সিনেমার মহানায়িকা সূচিত্রা সেন হারিয়ে যান।

আবার জীবিত হয় রমাদাশগুপ্তা/সেন থেকে যান লোকচক্ষুর অন্তরারে। ১৭ জানুয়ারী থেকে ২৫ জানুয়ারী আর এই কয়টা দিন বেচে থাকলে একই দিনে বিদায় নিতে পারতেন রমাদাশগুপ্তা/সেন অথবা সূচিত্রা সেন। তার এই দুই হারান দিবসেই আমরা শ্রদ্ধা জানাই।

About Subrata Mukerjee

উন্নয়ন কর্মী
Exit mobile version