জীবনের শ্রেষ্ঠতম হেডব্যাং করলাম আজকে। স্লোগানের তালে। রক্তে অনুভূত হলো প্রতিবাদের শিহরন।আজকে মনে হল আমি বাঙ্গালী।আমি মেটালহেড। নতুন করে উপলবদ্ধি করলাম সেই সত্যি। যে সত্যি আমার স্বত্তায় মিশে বুঁদ হয়ে যাচ্ছে।যার জন্য সমাজ,পরিবার,শিক্ষাব্যবস্থাকে ত্যাগ করে আমার এই অপ্রাপ্ত বয়সেই এগিয়ে চলেছি উল্টোপথে। হতাশাকে অনেক আগেই ঝেড়ে ফিলেছি। তবে আমি ভাগ্যবান …
