প্রচ্ছদ / কচিকাঁচা / বৃক্ষের ঋণ | অনন্যা রহমান

বৃক্ষের ঋণ | অনন্যা রহমান

কবিতা, কচিকাঁচা ডেস্ক | বাগেরহাট ইনফো ডটকম

tree-imgreসূর্য বলে, বৃক্ষ তুমি বাঁচো আমার জন্য
বৃক্ষ বলে, তোমার আলো পেয়ে আমি ধন্য
বায়ু বলে, বৃক্ষ তুমি মরবে আমায় ছাড়া
বৃক্ষ বলে, তোমায় ছাড়া অসম্ভব খাদ্য তৈরি করা
পানি বলে, আমার থেকে পাও নানা পুষ্টি
বৃক্ষ বলে, ভাই-তাই তুমি সেরা সৃষ্টি
মাটি বলে, বৃক্ষ তুমি যাবে আমায় ছাড়া মরে
বৃক্ষ বলে, তাই-ভাই কুর্ণিশ করি তোমারে
এত কিছুর পরেও তুমি ভাই বৃক্ষ
যত কিছু হোক না কেন বাড়িয়ে দাও বক্ষ
তার জন্য বৃক্ষ তোমায় হাজার কোটি প্রণাম
মাথা তুলে দাড়িয়ে থাক সয়ে হাজার অপমান।

অনন্যা রহমান, ১০ম শ্রেণি, উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতন, বাগেরহাট সদর, বাগেরহাট।
এসআইএইচ/বিআই/১৮ সেপ্টেম্বর, ২০১৬

About আমাদের কথা

প্রতিটি প্রাপ্ত বয়স্ক মানুষের মত শিশুদেরও আছে আলাদা দৃষ্টিভঙ্গি, কল্পনার আর ভাবনার জগত। তাদেরও বলবার আছে। তাদেরও কিছু ভাবনা আছে এই সমাজ, দেশ কিম্বা বিশ্বকে নিয়ে। তাই শিশুদের নিয়ে শিশুদের কথা বলতে আমাদের আয়োজন ‘আমাদের কথা’। এখন থেকে তোমাদের সাংবাদিকতা; তোমাদের লেখা গল্প, কবিতা, অধিকার আদায়ে বিষয় তুলে ধরবে ‘আমাদের কথা’।
Exit mobile version