প্রচ্ছদ / খবর / আগুন দেওয়া স্থান পরিদর্শন করলেন সুলতানা কামাল

আগুন দেওয়া স্থান পরিদর্শন করলেন সুলতানা কামাল

Bagerhat-pic-02(11-05-14)কৃষিজমি রক্ষা কমিটির সভাপতি সুশান্ত দাসের বাড়িতে সন্ত্রাসীদের আগুন দেয়ার স্থান পরিদর্শন করেছেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার নেত্রী এ্যাডভোকেট সুলতানা কামাল।

শুক্রবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের রণজিৎপুর গ্রামে পরিবারটির ধান ও কুটার গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ধান, একটি পাওয়ার টিলার ও তিনটি খড়ের গাদা পুড়ে যায়।

শনিবার রণজিৎপুর গ্রামে ঘটনাস্থল পরিদর্শন কালে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলেন তিনি।

এসময় তার সাথে ছিলেন মানবাধিকার কর্মী এ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্ত্তী, আবু আহমেদ ফয়জুল করিম, মোহাম্মদ টিপু সুলতান, মাহামুদা খাতুন মায়া, নিনা গোস্বামী প্রমুখ।

বাগেরহাট কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি সুশান্ত দাস বাগেরহাটের রামপাল উপজেলার সাপমারী-কাটাখালী মৌজায় কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীকে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন।

১১ মে ২০১৪ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই
কৃষিজমি রক্ষা কমিটির সভাপতির ধানের গাদায় আগুন

About ইনফো ডেস্ক

Exit mobile version